নওগাঁ প্রতিনিধি : প্রতিক বরাদ্দের দুইদিনের মধ্যেই নওগাঁর মান্দায় জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। পোস্টার ও ব্যানার লাগানোর প্রতিযোগিতায় নেমেছে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর কর্মি-সমর্থকরা। ইতোমধ্যে পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়। সমান তালে চলছে গণসংযোগ ও মাইকে প্রচারনা। কিন্তু কয়েকদিনের ব্যবধানে দুবার বৃষ্টির কবলে পড়েছে নির্বাচনী পোস্টার। এতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা।
তৃতীয় দফায় এ উপজেলায় আগামি ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু (আনারস), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা (মোটরসাইকেল), বিদ্রোহী হিসেবে সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন (দোয়াত-কলম), বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে (টেলিফোন), বিদ্রোহী হিসেবে সাধারন সম্পাদক মাহবুব আলম চৌধুরী (ঘোড়া) ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদ (কাপ-পিরিচ) প্রতিকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সহসভাপতি এসএম আহসান হাবীব (তালা), বিদ্রোহী আরেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার (টিয়াপাখি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক (বৈদ্যুতিক বাল্ব), স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিরোজ (টিউবওয়েল), প্রসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল কুমার রায় (চশমা) প্রতিকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিউটি রানী (বৈদ্যুতিক পাখা), বিদ্রোহী প্রার্থী রোকেয়া বেগম (হাঁস), বিএনপির জামিলা আক্তার ফেন্সি (ফুটবল) ও বর্তমান ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম (কলস) প্রতিকে নির্বাচনী মাঠ চষে বেড়াতে শুরু করেছেন। তবে বিএনপির সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনায় মাঠে নেমেছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনী ব্যানার আর পোস্টারে-পোস্টার ছেয়ে গেছে উপজেলা সদর, ফেরিঘাট, সতীহাট, জোতবাজার, দেলুয়াবাড়ি, সাবাইহাট, পাঁজরভাঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু পোস্টার লাগানোর পরদিন হঠাৎ বৃষ্টির কবলে পড়ে তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরে নতুনভাবে দ্বিতীয়বার পোস্টার লাগানো হয়েছে। শনিবার আবারো বৃষ্টি শুরু হওয়ায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন প্রার্থীরা।
এদিকে প্রার্থীর কর্মি-সমর্থকদের পদচারনায় মুখর হয়েছে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকা। নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। গণসংযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ছোট ছোট সমাবেশ করতেও দেখা যাচ্ছে। তবে আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী থাকায় সংশয়ে পড়েছেন ভোটাররা। এ কারণে প্রচারনার এতো অল্প সময়ে মুখ খুলতে চাচ্ছেন না তারা। এতে করে ভোটের মাঠে লড়াইয়ের আভাস এখনো স্পষ্ট হয়ে উঠেনি। ভোটাররা জানান, প্রচারনা আরো সরগরম হয়ে উঠেলে প্রার্থীদের অবস্থান অনেকটা স্পষ্ট হয়ে উঠবে। তখন পছন্দের প্রার্থীর পক্ষে মুখ খুলতে তারা দ্বিধা করবেন না।
মান্দার দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা শিক্ষা সফরে এসে পরিশর্দন করে গেলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয়। শনিবার বেলা ১১টার দিকে দুটি বাসে করে তারা এ বিদ্যালয়টি পরিদর্শনে আসেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামের নেতৃত্বে সফরকারী দলটি বিদ্যালয়ের হলরুমে এক পরিচিতি পর্বে অংশ নেয়। এর আগে তারা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে খোঁজ খবর নেন। অবকাঠামোগত সমস্যা থাকলেও বিদ্যালয়টির বিগত কয়েক বছরে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। সফরকারী দলে সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক আসলাম কবীরসহ সদর উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। সমিতির সভাপতি শাহ আলম পাঠদানের কৌশল জানার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি পরিদর্শনে এসেছেন বলে জানান। পাবলিক পরীক্ষার ফলাফলে জেলায় শীর্ষ স্থান লাভকারী এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমম্যা ও পাঠদান ভবনের জীর্ণদশা দেখে দুঃখ প্রকাশ করেন তিনি।
এসময় বাশিস কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি মান্দা শাখার সাধারন সম্পাদক গোলাম সোরয়ার স্বপন, গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, মৈনম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদসহ এলাকার আরো কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে সফরকারী দলটি বেলা ১২টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রাম উচ্চ বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।
পোরশায় বিআরটিসির যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন
শনিবার দুপুরে নওগাঁর পোরশা থেকে রাজধানী ঢাকায় চলাচলের জন্য সরকারী বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টায় উপজেলা চত্ত¡র নিতপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পোরশা থানার ওসি শফিউল আলম, নিতপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, মাহমুদুল হক খোকন