ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজের মালি মন্জুর আলীর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন উপলক্ষ্যে শোক সভা ও দোয়া-খায়ের অনুষ্ঠান শনিবার সকালে কলেজ মিলনায়তন কক্ষে অধ্যক্ষ আখতারুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সহ অধ্যাপক আমিনুল হক, মামুনুর রশিদ, সফিকুল ইসলাম তোতা, নুহু শেখ, জাকির হোসেন, প্রভাষক রাব্বুল হোসেন, নাজির হোসেন, এমরান হোসেন, মোশাররফ হোসেন, কামরুজ্জামান, ফয়েজুল ইসলাম, প্রদর্শক আব্দুল মতিন, জিকে এ মতিন, প্রধান অফিস সহকারী মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোসারুল হক চারু, কর্মচারী হজরত আলী, আব্দুল মালেক, ইব্রাহিম আলী প্রমূখ। আলোচনা শেষে মৃত ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদর্শক তাজাম্মুল হক আরাফাত।