শ্যামলবাংলা ডেস্ক : বিনামূল্যে উইন্ডোজ ৮.১-এর একটি সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে পারে প্রযুক্তিজায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের নতুন একটি সংস্করণ বিনামূল্যে উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ ৮.১ এর নতুন সংস্করণটিতে বিং সার্চ ইঞ্জিন বিল্ট ইন থাকবে। মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য ভার্জের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, উইন্ডোজ ৮.১ এর সাম্প্রতিক সংস্করণটির চেয়ে নতুন সংস্করণে খুব বেশি পার্থক্য থাকবে না।
ভবিষ্যতে গ্রাহকেরা বিনামূল্যের এই অপারেটিং সিস্টেমের দিকে বেশি ঝুঁকতে পারেন। আর এ বিষয়টি মাথায় রেখে মাইক্রোসফট আগেভাগেই গ্রাহকদের জন্য বিনামূল্যে উইন্ডোজ সরবরাহের কাজে নেমে পড়ছে। অবশ্য মাইক্রোসফটের পক্ষ থেকে এই পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানানো হয়নি। তাই কবে নাগাদ বিনা মূল্যে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহারের সুযোগ আসবে বা আপগ্রেড করে নেওয়া যাবে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের ২ এপ্রিল মাইক্রোসফটের বিল্ট সম্মেলনে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ঘোষণা আসতে পারে। এই সম্মেলনে একেবারে কমদামে বা বিনামূল্যেই উইন্ডোজ সংস্করণের ঘোষণা দিতে পারে মাইক্রোসফট। এদিকে বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, বিনামূল্যে উইন্ডোজ পাওয়া গেলে প্রযুক্তিপণ্যের দাম কমবে। এ ছাড়াও উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়বে। এতে মাইক্রোসফটের অ্যাপস ও বিভিন্ন সার্ভিসের ব্যবসা বাড়বে।