সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) : সাইফুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রোববার ভোর রাত ৪ চার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রামপট্রি নামক স্থানে নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা প্রেরন করা হয়েছে। বাকিদেরকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সকলেই ওই বাসের যাত্রী ছিলেন।
নিহতরা হচ্ছেন বাস চালক রুস্তুম আলী (৪০) ও সুপারভাইজার ইয়াজমূল হোসেন (৩০) ও চালকের সহকারী রাজু (২২)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালীর দশমিনা’র উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি নৈশ কোচ (নং ঢাকা মেট্রো ব-০২-০৫৩০) রোববার ভোর রাতে বাবুগঞ্জে রামপট্রি এলাকায় আসলে বাম পার্শ্বের একটি চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে ঘটনা ন্থলেই বাস চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়। আহত হয় বাস চালকের সহকারী রাজু ও আরও ২০ যাত্রী। এর মধ্যে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর রাজু মারা যায়। বরিশাল মেট্রো পলিটন বিমান বন্দর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ শাহিদুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ মর্গে প্রেরন করা হয়েছে। দূর্ঘনায় আহত ২০ যাত্রীরা মধ্যে রুমা (২০), নাসির প্যাদ্যা(৪৫), জসিম উদ্দিন(২৫) কুদ্দুস মোলা(২৯), মাখন(৫০), চুন্নু মিয়া(৩০), মাহাবুব(২৫), সুমন(২৬), ওবায়দুল(২৬), মাখন-২(৩৭), মমতাজ(৩০), রাশেদ(৩১), মিজান (২৯) কে (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি ১৩ জনের মধ্যে ৫ জনকে আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে।