পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে গত তিন দিন ধরে এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন।
তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গ্রামে গ্রামে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন।
উল্লেখ্য এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর সাথে দলের বিদ্রোহী গ্রুপের ৩জন ও বিএনপির মনোনিত একমাত্র প্রার্থীসহ মোট ৫জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। এতে জাহিদুল ইসলাম সুজন ৫৩হাজার ১শ’৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচত হন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপির প্রার্থী সাইদুর রহমান তালুকদার ১৬হাজার ৮শ’ ৭১ ভোটের ব্যাবধানে পরাজিত হন।