লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পাটগ্রামের বাউরা বাজার থেকে শনিবার ভোরে বাউরা বাজারের হাইস্কুলের পাশ থেকে একটি বিদূৎ এর ট্রান্সফর্মার চুরিকালে পুলিশ তা উদ্ধার করেছে।
জানা গেছে, ট্রাক যোগে ট্রান্সফর্মারটি নিয়ে যাওয়ার সময় হাতীবান্ধা থানার পুলিশ তাদের ধাওয়া করে। পরে কালীগঞ্চ উপজেলার চাপারহাট এলাকার ইজারদার ব্রীজের কাছে পুলিশ ফাঁকা গুলি চালালে ট্রান্সফর্মার বহনকারী ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ট্রান্সফর্মারসহ ট্রাকটি উদ্ধার করেন।
কালীগঞ্চ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় চুরি হয়ে যাওয়া ট্রান্সফর্মারসহ ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়েছে।