স্টাফ রিপোর্টার : ঢাকা ও শেরপুরের পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি মারপিটের ঘটনায় শেরপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ২ মার্চ রবিবার শেরপুর থেকে কোন বাস ঢাকার দিকে ছেড়ে যায়নি, ঢাকা থেকেও কোন বাস যাত্রী নিয়ে শেরপুর আসেনি।
পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দরা জানান, ঢাকার মহাখালি টার্মিনাল ও শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে তুচ্ছ ঘটনায় দ্বন্দ্বের জের ধরে কয়েকদিন আগে দু’দফায় মারপিটের ঘটনা ঘটে। দু’পক্ষের শ্রমিকরাই নিজেদের প্রান্তে প্রতিপক্ষের গাড়ী আটকের ঘটনায় শেরপুর ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারন দুর্ভোগের মুখে পড়েন।
এ ব্যাপারে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম মানিক জানান, একটি ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটে গেছে। আমরা ঢাকার পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। যাতে বিষয়টি দ্রুত সুরাহা করা যায়।