ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ারায় সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ২:৪৭ অপরাহ্ণ
দোয়ারায় সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারাবাজারে বাড়ির সীমানাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১২জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামে আব্দুর রউফ ও বুরহান উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির সীমানা নিয়ে চৌমুনা গ্রামে আব্দুর রউফ ও বুরহান উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধ নিস্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক ডাকা হলে আব্দুর রউফ পক্ষ এতে সাড়া দেয়নি। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনারদিন সকালে বুরহান উদ্দিন লোকজনের উপর প্রতিপক্ষরা অর্তকিত হামলা করলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ব্যক্তি আহত হয়। গুরুতর আহত রাজিয়া বেগম (২৫), রিনা বেগম (২২), ইমাম উদ্দিন (৩০)সহ ৫জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও রাকিব আলী(২৩), বুরহান উদ্দিন (২৫), নুর উদ্দিন (৩৫), জবা বেগম (৯), নিজাম উদ্দিন (২৮), কালাই মিয়া (২২), জসিম উদ্দিন (২৫), নুরুল ইসলাম (৪৫), সমছুল ইসলাম (৪০), আমির উদ্দিন (৩৮), ছফির উদ্দিন (৩২), ফয়জুন নুর (২৮) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতকে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২

Shamol Bangla Ads

ছাতকে মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে। মোটরসাইকেল আরোহী দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের তারেক আহমদ ও তার মামা সাজিদ মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতকগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হয়।

 

ছাতক, দোয়ারা ও দক্ষিণ সুনামগঞ্জের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ

Shamol Bangla Ads

সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার জেলা রিটার্নিং অফিসার দেবজিৎ সিংহ এ গেজেট প্রকাশ করেন। গেজেটে ছাতক উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান, দোয়ারা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতিক, ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগমের নাম উলে­খ করা হয়েছে। গত ১৯ফেব্র“য়ারি প্রথমদফা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!