তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে গতকাল শনিবার সকালে ডাকবাংলা চত্ত¡রে ১৯ দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় তানোর থানার বিএনপি’র সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও ১৯ দলের মনোনীত প্রার্থী এমরান আলী মোলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তানোর থানার বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপি’র সভাপতি বিশ্বনাথ সরকার, সাধারণ সম্পাদক আরশাদ আলী, মুন্ডুমালা পৌর বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, তানোর পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, তানোর থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, কামারগাঁ ইউপি’র বিএনপি সভাপতি জাইদুর রহমান জাহিদ, তানোর পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তানোর পৌর বিএনপি’র সভাপতি বিশ্বনাথ সরকারকে সভাপতি ও তানোর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।