ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ রাজনৈতিক ও কর্ম জীবনের শুরু থেকে আপনারা সর্ব সময় আমার সাথে ছিলেন। আপনাদের সহযোগিতা ও গঠনমুলক সমালোচনার জন্যই আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। এখন আমার কর্ম পরিসর ও দায়িত্বভার আরও বেড়ে গেছে। তাই অতিতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে অসম্প্রদায়িক ডুমুরিয়া ও দলমতের উর্দ্ধে থেকে মানুষের সেবা করতে চাই। গতকাল সকালে সদ্য বিজয়ী ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্টিত মত বিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্যদেন, সিনিয়র সাংবাদিক কাজী আবদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এম এ এরশাদ, সম্পাদক শেখ মাহতাব হোসেন। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, যুবদল নেতা গাজী আঃ হালিম, মোল্যা মশিউর রহমান, শ্রমিক দলনেতা খান ইসমাইল হোসেন, আঃ মান্নান, ছাত্রদল নেতা শেখ ফরহাদ হোসেন, ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।