স্টাফ রিপোর্টার : বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডভোকেট এমএ সামাদ মেমোরিয়াল একাডেমী। ১ মার্চ শনিবার তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলায় অ্যাডভোকেট এমএ সামাদ মেমোরিয়াল একাডেমী ৩ রানে প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুলকে পরাজিত করেছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে টস জিতে অ্যাডভোকেট এমএ সামাদ মেমোরিয়াল একাডেমী প্রথমে ব্যাট করে ৪৩.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৮৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুল ৪২.২ ওভারে ৮২ রানে অলআউট হয়।
খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি ও পুলিশ সুপার মো. মেহেদুল করিম বিশেষ অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন। টুর্ণামেন্টে ৮ টি স্কুল অংশগ্রহণ করে।