গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে পাঁচ ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববার বিকালে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে, মেহেদী হাসান, নাজমুল হাসান, আল আমিন, মোঃ আল আমিন ও আব্দুল আওয়াল।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও কলেজের অধ্যক্ষ মোহসিন আলী জানান, বিকালে ডিগ্রীর ইংরেজি বিষয়ের পরীক্ষায় পাঁচ শিক্ষার্থী প্রবেশপত্রের ছবি পরির্বতন করে অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিল। এসময় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার ইয়াসীর আরেফিন প্রত্যেক ৫ জন ভুয়া পরিক্ষার্থী ও ৫ জন আসল পরিক্ষার্থীকে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন ।
গোমস্তাপুরে বোরোধানের ক্ষতিকর পোকা দমনে উদ্বুদ্ধকরণ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের খরকাডাঙ্গা ও লেবুডাঙ্গা আইসিএম কৃষি উন্নয়ন ক্লাব ও ক্লাইমেট ফিল্ড স্কুলে এর উদ্দ্যগে কৃষি বিভাগের সহযোগীতায় বোরেধানের ক্ষতিকর পোকা প্রাকৃতিকভাবে দমনের বিষমুক্ত পরিবেশম্যত পাচিং পদ্ধতি বিষয়ে কৃষকদেও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন, তৌহিদুল ইসলাম ও রইসউদ্দিন। বক্তারা বলেন প্রতি বছর বোরো ধানে ক্ষতিকর পোকা দমনে কৃষকগন প্রচুর পরিমান কীটনাশক ব্যবহার করে থাকেন। ফলে কৃষি পরিবেশসহ মানব স্বাস্থ্য ঝুকির পাশাপাশি কৃষকের অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে। পক্ষান্তওে পাচিং পদ্ধতি অনুসরণ কওে ধান রোপনের পরপরই জমিতে ১০-১৫টি ডাল-কঞ্চি পুতে দিলে পাখি ঐসকল ধানের পোকা খেয়ে প্রাকৃতিকভাবে যেমন পোকা নিয়ন্ত্রন করবে তেমনি পরিবেশ সহ কৃষকের অর্থনৈতিক অপচয় রোধ করা সম্ভব হবে। উক্ত সভায় প্রায় শতাধিক কৃষক অংশগ্রহন করে। সভাশেষে খড়কাডাঙ্গা হতে চাড়ালডাঙ্গা পর্যন্ত প্রায় এক হাজার বিঘা জমিতে ডাল পুতে পাচিং করা হয়। পাচিং কার্যক্রম পরিচালনা করেন খড়কাডাঙ্গা ক্লাইমেট ফিল্ড স্কুলের সেক্রেটারী আনসারুজ্জামান।