কুষ্টিয়া প্রতিনিধি : নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে দ্রুত সংসদ নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কুষ্টিয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কত প্রদক্ষিণ শেষে পুনরায় শিল।পকলা একাডেমীতে এেস এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অ্যাড. শামিম উল হাসান অপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা, স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীসহ বিএনপির সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপে তত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবী জানান।