কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পরিবার পরিবল্পনা, মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্থাস্থ্য এবং জেন্ডার বিষয়ের উপর দিনব্যাপী পল্লী গানের অনুষ্ঠান শুরু হয়েছে।
জানা যায়, আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও ওয়ান ট্রেডের সহযোগীতায় কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠান বাস্তবায়ন করছে। মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্থাস্থ্য এবং জেন্ডার বিষয়ের উপর দিনব্যাপী এ পল্লী গানের অনুষ্ঠান শুরু হয়। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আমান উল্লাহ্র সঞ্চলনায় কালীগঞ্জ বাজার সংলগ্ন উপজেলার প্রধান বাসষ্ট্যান্ট সচেতনতামূলক পল্লী গান শুরু করে বয়াতী দেলোয়ার হোসেন ও তার দল। দিনব্যাপী কালীগঞ্জের বিভিন্ন জনবহুল স্থানগুলোতে সচেতনতামূলক এ পল্লী গানের আসর চলবে। যে গান বাংলার মানুষকে কাছে টানে, কথা বলে মাটি ও মানুষের সে গান শিকড়ের গান। আর সেই গান দিয়েই সাধারণ মানুষকে সচেতনতার প্রয়াস নিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।