কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচনপূর্ব প্রস্তুতিমূলক ওই সভাটি রবিবার দুপুরের দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চলানোর আহবান জানান নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল নেতৃবৃন্দদের উপস্থিতিতে তাদের মতামতে বিএনপির মতো একক শক্তিশালী ও জনপ্রিয় দলের অস্তিত্ব টিকিয়ে রেখে তবেই জোটের সমন্বয় করার বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সি.সহ.সভাপতি আ.রশিদ মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জেলা সহ.সভাপতি বজলুল করিম, উপজেলা সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন, উপজেলা সা.সম্পাদক ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিকী, আশরাফুজ্জামান মন্টু, আখলাকুর রহমান শেলি, মাহফুজার রহমান খাঁন চৌধুরী, শওকত হোসেন, রফিকুল ইসলাম, আ.রশিদ, মতিয়ার রহমান, আতিয়ার রহমান, নূর ইসলাম মেম্বর, জাহাঙ্গীর হোসেন, শাহাজাহান আলী, আ.হামিদ মেম্বর, আনিছুজ্জামান, শ্রমিকদল সভাপতি আজহারুল হাসান, পৌর যুবদল সভাপতি জাবিদ রায়হান লাকি, উপজেলা যুবদল সা.সম্পাদক এমএ হাকিম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকদল সা.সম্পাদক মনিরুজ্জামান, পৌর সা.সম্পাদক আজহারুল ইসলাম, তাতীদল সভাপতি আ.জলিল, পৌর কৃষকদল সা.সম্পাদক মোতাহার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি তাওফিকুর রহমান সনজু, সা.সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর সভাপতি আ.মজিদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল।
অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে কলারোয়ার চন্দনপুর হাইস্কুলে শিক্ষার্থীদের তালা : অবরুদ্ধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাঞ্চিত
কলারোয়ার চন্দনপুর হাইস্কুলে অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ফের তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও জনতা। রবিবার সকালে হাইস্কুলে একজন পিয়ন যোগদান করানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয়পক্ষ লাটিসোটা নিয়ে মহড়া দেয়। শারীরিকভাবে লাঞ্চিত হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৯টার দিকে চন্দনপুর হাইস্কুলে মিলন নামে এক ব্যক্তি নিজেকে সভাপতি কর্তৃক নিয়োগকৃত পিয়ন দাবি করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট যোগদান করতে আসে। উপস্থিত অন্য শিক্ষক ও অফিস সহকারীরা তার নিয়োগপত্র ও নিয়োগের রেজুলেশন দেখতে চায়লে তিনি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা দেখাতে ব্যর্থ হন। এসময় সভাপতি সমর্থক বেশ কিছু বহিরাগত ব্যক্তিরা লাঠিসোটা নিয়ে স্কুলের গেটের সামনে অবস্থান করে বলে স্থানীয়রা জানান। এ খবর পেয়ে স্থানীয় জনতা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা, ছাত্রসহ বিপুল সংখ্যক লোকজন ছুটে আসলে বহিরাগত ব্যক্তিরা পালিয়ে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। বিক্ষুব্ধ জনতা ও প্রাক্তন ছাত্ররা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.রহমান সহ কয়েকজনকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ ছাত্ররা স্কুলের গেটে তালা ঝুলে দিয়ে অবরুদ্ধ করে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত চন্দনপুর এলাকায় সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক বিপুল পরিমাণ টাকা আত্মসাতৎ করে অবৈধ ভাবে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাইকিং করে স্কুলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কলারোয়ায় এক ব্যক্তি আটক
কলারোয়ায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটক আসাদুজ্জামান আসাদ (৩৫) উপজেলার খোরদো গ্রামের লুৎফর রহমানের ছেলে। থানা সূত্র জানায়, শনিবার রাতে থানার এসআই জাহাঙ্গীর খোরদো এলাকা থেকে মামলার (নং-২৮,তাং-২২/১/১৪ইং) আসামী আসাদকে আটক করে।