ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের(ইসি)তফসিল ঘোষণার চতুর্থ ধাপে পিরোজপুরের ৪টি উপজেলার মধ্যে ভাণ্ডারিয়া উপজেলায় পর্যায় ক্রমে ২৩ফেব্র“য়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেন। ২৬ ফেব্র“য়ারী জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে যাছাই বাছাই’র শেষ দিনে বিভিন্ন কারণে আগামী ৬মার্চ প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যারা রয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে জাতীয়পার্টি (জেপি)ও মহাজোট সমর্থীত সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার,পুনরায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম,স্বতন্ত্র আতিকুল ইসলাম উজ্জল ও জাকের পার্টির মোঃ মজিবুর রহমান গাজী। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মহিউদ্দিন মহারাজের ছোট ভাই মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি নেতা ওয়াসিম মন্নান উৎপল,সাংবাদিক ও মানবাধীকার কর্মী মোঃ ছগীর হোসেন ও ওয়ার্কস পার্টির মোঃ সাহাদাৎ হোসেন। তবে যাছাই বাছাইয়ে এ পদে অন্য যারা বাদ পরেছেন তারা অনেকেই আপীল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। রবিবার আপীলে জর্জ কোটের রায়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বর্তমান ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা,আওমীলীগের পক্ষে উপজেলার নদমুলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল কাইয়ুম মাওলানার মেয়ে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুজ্জামান জুয়েল কাজীর সহধর্মীণি মোসাম্মৎ আচমা আক্তার ও নারী নেত্রী সমাজ সেবিকা রোকেয়া বেগম (স্বতন্ত্র) ।
উলেখ্য; আগামী ৬মার্চ প্রত্যাহার শেষে চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ এবং ২৩মার্চ উপজেলার ৪৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।