ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বিএনপি ও তার জোটকে উদ্দেশ্য করে বলেছেন, এখন তারা শেখ হাসিনার অধীনেই নির্বচনে অংশ নিচ্ছেন এবং জয়লাভ ও করছেন এতে প্রমানিত হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব। একই ভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে প্রতিদ্ব›িদ্বতা হত। তারা না আসায় ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তিনি ১ মার্চ শনিবার সন্ধ্যায় মন্ত্রী ঝালকাঠি প্রেস ক্লাবের নবনির্মিত ফিরোজা-আমু ভবন উদ্বোধন পরবর্তী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী এবং যারা সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তাদের বিরুদ্ধে কথা বললেই পাকিস্তান পার্লামেন্টে তার বিরোধীতা করা হয়।
এর আগে তাকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্তের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রসাশক সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আমুর ব্যক্তিগত অনুদানে প্রায় ১০ লাখ টাকা ব্যায়ে ভবনটি নির্মান করা হয়েছে।