ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুরে রেলের টিকিট কালোবাজারে বিক্রির অপরাধে সাবেক চতুর্থ শ্রেণীর কর্মচারী হারিজ আলীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার আন্তঃনগর তিস্তা এক্্রপ্রেস ট্রেনের সময় র্যাব-১৪ এর এক সদস্য যাত্রী সেজে হারেজ আলীর নিকট কালেবাজার ক্রয়ের সময় আশ-পাশে থাকা অন্য র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে হারিজকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।উল্লেখ্য রেলওয়ের সাবেক এ চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ একটি চক্র কালোবাজাওে জমজমাট টিকিট ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এতে রেলের যাত্রীরা প্রতিনিয়ত প্রতারণা ও হয়রানীর শিকার হচ্ছে। ইসলামপুর রেল স্টেশনে আন্তঃনগর তিস্তা ও ব্রক্ষ্রপুত্র ট্রেনের টিকিট কালো বাজারে দ্বিগুনদামে বিক্রি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় একটি প্রভাবশালী চক্রের যোগসাজসে রেলের কর্মচারীরা অবাধে কালোবাজারে টিকিট ব্যবসা চালাচ্ছে।
ইসলামপুরে জেএমবি সন্দেহে একজন আটক
ইসলামপুরে জেএমবি সন্দেহে রাজু (৩৩)একজন আটক হয়েছে। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত্রে ময়মনসিংহের ডিবি ও জামালপুররের পুলিশের সহায়তা ইসলামপুর পৌরশহরের নটারকান্দা কিংজাল্লা গ্রামে নিজ বাড়ী হতে ইব্রাহীমের ছেলে রাজুকে আটক করা হয়। উল্লেখ যে, ইতিপূর্বেও মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হয়েছিল। এলাকাবাসী জানিয়েছে, রাজু বিভিন্ন সময়ে বিভিন্ন রুপে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। এবং বিভিন্ন কম্পানী চাকুরী দেওয়ার কথা বলে জ্বাল সার্টিফিকেটের ব্যবসা করে। নিজেও ডিগ্রী পাশ না করেও জাল সার্টিফিকেট বানিয়ে ডিগ্রী পাসের পরিচয় দেয়। লোক ঠকানো প্রতারণাও তার মূল পেশা। তার বাড়িতে অভিযান চালালে তার এসব জালিয়াতির তথ্য পাওয়া যাবে বলে নাম প্রকাশ না করতে একাধিক ভূক্তভোগী জানিয়েছেন।