শ্যামলবাংলা বিনোদন : অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্য বচ্চন এখন সবার কাছে ‘খুদে বচ্চন’ হিসেবেই পরিচিত। সে নিয়মিত স্কুলে যাচ্ছে। পড়ছে প্লে গ্রুপে। এই খুদে বচ্চনকে নিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছেন তার মা ঐশ্বরিয়া রাই বচ্চন।
স্কুলে আরাধ্যর ক্লাস ৩ ঘন্টা। আর এই সময়টা স্কুলেই কাটাচ্ছেন ঐশ্বরিয়া। মেয়েকে স্কুলে দিয়ে তিনি বসে থাকেন অধ্যক্ষের কক্ষে। আর আরাধ্যর পড়াশোনার আগ্রহ দেখে দারুণ খুশি দাদু অমিতাভ বচ্চন নিজেও। তিনি জানিয়েছেন, আরাধ্য স্কুলে এরই মধ্যে অনেক বন্ধু জোগাড় করে ফেলেছে। দারুণ মিশুক আরাধ্য।