আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রবিবার বেলা ১১ টায় আদমদীঘিতে যাবার পথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কা সমর্থক জাকারিয়া (২৫) কে ভ্যান থেকে টেনে হেচড়ে নামিয়ে বেধড়ক মারপিটে অঅহত করা হয়েছে। পরে আহত জাকারিয়াকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মা জানায় গত উপজেলা নির্বাচনে সে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলামের পক্ষে আনারস মার্কার সমর্থনে নির্বাচন প্রচারনা করে। তার আনারস মার্কা প্রতীক পরাজিত হওয়ায় প্রতিপক্ষরা তাকে হুমকি দেয়। এর জের ধরে রবিবার জাকারিয়া বাড়ী থেকে ভ্যান যোগে আদমদীঘি বাজারে যাবার পথে মাই ওয়ান শো-রুমের নিকট পৌছা মাত্র মিঠু ও আলহেজ সহ তার লোকজন জোড়পূর্বক ভ্যান থেকে টেনে হেচড়ে মারপিটে আহত করে। পরে পুলিশ পৌছে নিয়ন্ত্রন করে।