আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। ক্রীড়ানুষ্ঠানে ১০ ইভেন্টে দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য আ. মান্নান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার, এ্যাড. নুরুজ্জামান, সচিব পত্মী সাবিনা মান্নান কমল, আলহাজ্ব আ. মালেক আকন, অধ্যাপক এইচএম হানিফ, ব্যবসায়ী আ: ছালাম হাওলাদার প্রমুখ।