নজরুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীর মৃত্যুর পর শূন্য পদে শনিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের পাশে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। উপ নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন, আব্দুল আনিছ খান চৌধুরী বকুল মোরগ প্রতীক, শফিকুল আলম বাবু ফুটবল প্রতীক, আব্দুস সালাম হরিণ প্রতীক নিয়ে এবং আবুল হোসেন চাঁদ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ৮ হাজার ২৪২ জন ভোটার তিনটি কেন্দ্রে ২১টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।