রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের অর্থয়ানে রামগঞ্জ উপজেলার দক্ষিন দাসপাড়া নব নির্মিত সরকারী প্রাথমিক বিদ্যালয় শনিবার দুপুরে উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল। উপজেলা নিবার্হী অফিসার কাজী মাহাবুব আলম সভাপতিত্বে উদ্বোন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মোহাম্মদ শাহাজাহান,পৌরসভা মেয়র বেলাল আহম্মেদ,ভাইস চেয়ারম্যান রুহুল আমিন,ইউসিসিএ চেয়ারম্যান শাহাজাহান বাবুল মোলা, প্রাথমিক শিক্ষা অফিসার নবীর উদ্দিন।
রামগঞ্জ উচ্চ বিদ্যালয় বাষির্ক ক্রিড়া পুরষ্কার বিতরনী অনুষ্ঠান
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরন অনুষ্ঠান শনিবার সকাল ৯টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র বেলাল আহম্মেদর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,লক্ষীপুর-১ আসনের এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম,এ আউয়াল, বিআরডিবির চেয়ারম্যান শাহাজাহান বাবুল মোলা,সাংবাদিক ফরিদ আহম্মদ বাঙ্গালী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ।
রামগঞ্জে জাতীয় পাটির প্রতিনিধি সম্মেলন : সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী
রামগঞ্জ উপজেলা জাতীয় পাটির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার সকাল ১০টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । পাটির সিনিয়র সহসভাপতি তোফায়েল আহম্মদ মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মলনে প্রতিনিধিদের সর্বসম্মতি ক্রমে সিরাজুল ইসলাম পাটওয়ারীকে রামগঞ্জ উপজেলা উপজেলা জাতীয় পাটি (এরশাদ) সভাপতি ঘোষণা করা হয়েছে। ইতো পূর্বে জাতীয় পাটি সভাপতি ছিলেন মামহমুদুর রহমান মাহমুদ সম্প্রতি তিনি ঢাকাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্য্যলয়ে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএন পিতে যোগদান করেন । অনুষ্ঠিত প্রতিনিধি সম্মলনে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, পাটির সাধারন সম্পাদক,হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক ডাঃ হারিছ মিয়া,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন পাটওয়ারী, মুরাদ হাছান প্রমুখ নেতৃবৃন্দ ।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)