ইয়ানুর রহমান, যশোর : যশোরের চৌগাছা উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান (৫০) মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফজলুর রহমান উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কুবাদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় আ’লীগ কর্মী ফজলুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। চৌগাছার থানার ওসি মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।