রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : মায়ের এ অসামাজিক পরকিয়া দেখে ছেলে আল আমিন ওরফে বাদশা শুক্রবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের লক্ষীধর পাড়া গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীধরপাড়া মালের বাড়ীর গ্রামের প্রবাসী শাহজাহান স্ত্রী শেফালী বেগম স্বামী বিদেশ থাকার সুবাদে দীর্ঘদিন যাবত বিভিন্ন পর পুরুষের সাথে অসামাজিক কাজে চালিয়ে আসছে। এ নিয়ে এলাকায় মুখরোচক গল্প প্রচলিত রয়েছে , শেফালী বেগমকে গ্রামের সবাই লিপিষ্টিক ভাবি বলেই ডাকে। ছেলে আলআমিন ওরফে বাদশা (১৩) শুক্রবার মায়ের অসামাজিক কার্যকলাপ দেখে প্রতিবাদ করলে মা তাকে মারধর করে। এতে ছেলে আলআমিন (বাদশা) অভিমান করে শুক্রবার দুপুরে সকলের অগোচরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মারাত্মক আহতাবস্থায় বাড়ীর লোকজন প্রথমে তাকে মাইজদী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ঢাকা নেওয়ার জন্য পরামর্শ দেয়। গতকালই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে রাত ৯টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাকাবাসী আরও জানান আল-আমিন ওরফে বাদশা স্থানীয় লামনগর একাডেমীর ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল । এদিকে আগুনে মারা যাওয়া স্কুল ছাত্র বাদশাকে রামগঞ্জ থানা পুলিশের অগোছরে স্থানীয় ইউপি সদস্য কামাল মেম্বার দাফনের অনুমতি দিলে শনিবার সকাল সাড়ে ৭টায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে ঁজানা পাওয়া গেছে।