ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপি অফিসে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় বিএনপি অফিসের আসবাপত্র ভাংচুর করে। ওই হামলায় বিএনপির নেতা কর্মী সহ কম পক্ষে ৪৫জন আহত হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দি বাচ্চু চৌধুরী। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলীয় অফিসে বৈঠক চলছিল এই সময় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির পার্টি অফিসের সামনে মহড়া দিয়ে মিছিল করে। এক পর্যায়ে বিএনপি অফিসে বিদ্যুৎ সংযোগ বন্ধকরে হামলা চালিয়ে নেতা কর্মীদের মারধর করতে থাকে। এই হামলায় আহত হন মৎস্যজীবি দলের সভাপতি আবু মাঝি, শ্রমিক দলের সভাপতি মোস্তফা, ছাত্রদলের সভাপতি আলামিন, সম্পাদক নুর হোসেন, বিএনপি নেতা রফিক সহ কম পক্ষে ৪৫জন। বাচ্চু চৌধুরী জানান, তিনি উপজেলা পরিষদ নির্বানের চেয়ারম্যান প্রার্থী। উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক ও দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী সেলিনা চৌধুরীর ছেলে অনিক এই হামলার নেতৃত্ব দেয় । ওই হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক ও চেয়ারম্যান পদ প্রার্থী সেলিনা চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা শান্তি পূর্ণ মিছিল করে । তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, বরং বিএনপি অফিস থেকে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরা এত আমাদের দুই কর্মী আহত হয়েছে। এত কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।
মনপুরা থানার ওসি সাঈদুর রহমান বলেন, একটু উত্তেজনা হয়েছে । পুলিশ পরিস্তিতি নিয়ন্তনে এনেছে।