মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : শনিবার মধুখালীতে মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের (মাশিককপ) ২১ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পজেলার গোপালদী শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ গুহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জননেতা মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও ইচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডঃ ওয়াহিদুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা। এ সময় বক্তব্য রাখেন শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মোতালেব হোসেন মৃধা, মধুখালী মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের উপদেষ্টা সাবেক সভাপতি এ বি এম আঃ কালেক,শিক্ষক রাশিদুল আমীন,শফিকুল ইসলাম,মোঃ বশির উদ্দন,আঃরাজ্জাক সেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শদ,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল আউয়াল আকন। বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মুহা.রজব আলী মোল্যা । অবসরপ্রাপ্ত দুই সহকারী শিক্ষক কে পরিষদের পক্ষ থেকে অবসর ভাতা হিসেবে প্রত্যেককে ৬০ ও ২০ হাজার টাকা করে দেওয়া হয়।