মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শহিদুল আলম শিমুল এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরের দিকে শহিদুল আলম শিমুলের কাঠালতলী এলাকার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। ছাত্রলীগ নেতা শিমুল জানান, শনিবার ভোরে ১০/১২ জনের ডাকাতদল বাড়ির কলাপসিবল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কক্ষে আটকে জিম্মি করে রাখে। পরে আলমিরা ভেঙ্গে ১৯ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বড়লেখা থানায় মামলা দাযের করা হয়েছে।