নকলা ( শেরপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নকলা উপজেলা শিক্ষক -কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইনিয়ন লিঃ (কালব্) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আজ ২৮ ফেব্রুয়ারী সকাল ৯টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির মধ্যে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সহ- সভাপতি পদে আঃ হাকিম এবং সম্মানিত সদস্য পদে নজরুল ইসলাম ও হেলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন । বাকি ৩ টি পদে সভাপতি পদে ২ জন, সেক্রেটারি পদে ২ জন এবং ট্রেজারার পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। নকলা উপজেলা কালব্ এর ৩৭৪ জন সদস্য ভোটারের মধ্যে ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে সভাপতি পদে মো: লিয়াকত আলী ছাতা প্রতীক নিয়ে ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এ কে এম সাইফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৩ ভোট। সেক্রেটারি পদে মোঃ শাহজাহান আলম ঘড়ি প্রতীক নিয়ে ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আবু রায়হান চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট। ট্রেজারার পদে মোঃ হারুন -অর- রশিদ গোলাপফুল প্রতীক নিয়ে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আজাহারুল ইসলাম তালাচাবি প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৪ ভোট। শেরপুর জেলা সমবায় সমিতির অডিটর প্রণব চন্দ্র ভট্রাচার্য্য, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মজিবর রহমান ও মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সহকারি শিক্ষক নুরেআলম সিদ্দিকী উৎপল নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন অনুষ্ঠানে কালব্ ঢাকা কেন্দ্রীয় অফিসের সিনিয়র ম্যানেজার আবুল কাসেম , শেরপুর জেলা ব্যবস্থাপক আঃ মতিন ও নকলা উপজেলা ব্যবস্থাপক মোকছেদুজ্জামান উপস্থিত ছিলেন।