শ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রথম গ্রিন গ্যালারির স্টেডিয়াম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর উপকণ্ঠে লাক্কাতুরা এলাকায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম গ্রিন গ্যালারির এ স্টেডিয়াম হবে বিশ্বের আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত স্টেডিয়ামগুলোর অন্যতম।
প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে এ স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এ স্টেডিয়ামে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রায় ৪শ’ শ্রমিক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ স্টেডিয়াম প্রস্তুত করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চা বাগান ও ছোট পাহাড়সহ চারদিকের সৌন্দর্যমণ্ডিত স্থানে গত জুনে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রাথমিকভাবে এ স্টেডিয়াম নির্মাণে ৬৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও পরে এ বাজেট বৃদ্ধি করে ৮৬ কোটি টাকা করা হয়।
আইসিসি’র নিরাপত্তা দল ইতোমধ্যে কয়েকবার এ স্টেডিয়াম পরিদর্শন করে টি২০ বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে শুক্রবার বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা।