ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ এসএমএ ওয়ারেজ নাঈম এক সংবাদ সম্মেলনে বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে কারচুপি করে আমার ফলাফল পাল্টানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে তিনি ওই অভিযোগ করেন। তিনি পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উদ্ধারকৃত তার আনারস মার্কার সিলমারা ব্যালট সাংবাদিকদের সামনে প্রদর্শণ করেন । এসময় তিনি ওই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা কলেজের প্রশিক্ষক এএল এম মাসুম স্বাক্ষরিত ফলাফল সিট সাংবাদিকদের সামনে তুলে ধরেন । এছাড়া ফাকরাবাদ কেন্দ্রে ৭৩ টি আনারস মার্কার সিল মারা ব্যালট দোয়াত কলমের বান্ডিলে ঢোকানো ও সুরিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস মার্কার সিল মারা বান্ডিলের উপরে –নীচে দোয়াত কলম ব্যালট দিয়ে ভোট গননা করা হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা কর্মীরা নির্বাচন কমিশন থেকে সাংবাদিকের পরিচয় পত্র নিয়ে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম বাদশাকে বিজয়ী করতে যা যা করা দরকার সবই করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এআরএস নাঈম উপজেলার ১০ কেন্দ্রের ভোট পুন:গনণার দাবি জানান।