গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জনতার গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সাইফুল (২৮) ও সদস্য হেলাল (৪২) নিহতের ঘটনায় শুক্রবার রাতে গফরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় গফরগাঁও ও ভালুকা উপজেলার ৫ সহস্রাধিক অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করা হয়েছে।
গফরগাঁও উপজেলার শিবগঞ্জ ও ভালুকার শান্তিগঞ্জ বাজারে বৃহস্পতিবার রাত ৪টার দিকে জনতার গণপিটুনীতে দুই ডাকাত নিহত হয়। এদিকে গফরগাঁওয়ের বাড়া বাজারে ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আবুল কালাম মেম্বার বাদী হয়ে আরো একটি মামলা করেছেন বলে গফরগাঁও থানা সূত্রে জানা গেছে।
পরে গত শুক্রবার রাতে গফরগাঁও থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও ও ভালুকা উপজেলার ৫ সহস্রাধিক ব্যক্তিকে আসামী করে গফরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চাউলাইদ গ্রামের আমতলী বাজারে ছয়টি দোকানে, পরে গফরগাঁও উপজেলার বাড়া বাজারের ২ দোকানে ও রসুলপুর ইউনিয়নের চারআনী বাজারে ২টি দোকানে ডাকাতি শেষে ট্রাক ভর্তি মালামাল নিয়ে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহা সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে গফরগাঁওয়ে শিবগঞ্জ ও ভালুকার শান্তিগঞ্জ বাজারের পাহারাদার ও আশপাশের এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাত দলকে ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তিন ডাকাতকে ধরে গণপিটুণী দিলে আন্তঃজেলা ডাকাত সর্দার সাইফুল(২৮) এবং হেলাল (৪০) ঘটনা স্থলে নিহত হয় । ডাকাত দলের অপর সদস্য জালাল গুরুতর আহত হয়।
এ ব্যাপারে গফরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈদয় আব্দুলাহ বলেন, আইনগত বাধা বাধ্যবাধকতার কারনে মামলা করতে হয়েছে। তবে মামলায় কারো বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবেনা।