কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় কেএনবি গোল্ড পোল্ট্রি বাজারজাত করণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।
বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, আইসিবি (ইইএফ ডিপার্টমেন্ট)’র মহাব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান খন্দকার, আরাফাত গ্রেইন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার আলম ও কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির ও পরিচালক চামেলী জামান, কোম্পানীর উপদেষ্টা আকাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ৩ কেজি কেএনবি গোল্ড ফিড খাওয়ালে মুরগীর ওজন ২কেজি পর্যন্ত হবে। তবে উন্নত বাচ্চা এবং শুষ্ঠু পরিচর্যা করলে ২ কেজির বেশি হতে পারে।
এসময় বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন জেলার ডিলারগন উপন্থিত ছিলেন।