মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় দিকে পুকুরে ডুবে আব্দুর রহমান তাহসান নামে তিন বছরের পুত্র সন্তানের মৃত্যু ঘটেছে।
পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ফুফা রফিক আহমদ বুলুর বাসার পুকুরে পরে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত তাহসান পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার ফুফা ও ফুফুর বাড়িতে বেড়াতে এসে খেলারছলে পরিবারের সদস্যদের অজান্তে তাদের বাসার পুকুরে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা তাকে না দেখে খোঁজাখোঁজির পর বাসার পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। তাহসান উপজেলার বরমচাল ইউনিয়নের মুরুজপুর গ্রামের মো:সফিকুর রহমান রাজা মিয়ার ছেলে।