কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাবুদ্দিন আকন্দের বিদায় উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইউএনও’র কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন – অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সমাজসেবা অফিসার মো. যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, আনসার ও বিডিভি অফিসার মো. শহিদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাবুদ্দিন আকন্দকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।