ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ অস্তিত্ব রক্ষার লড়াই টাইগারদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১, ২০১৪ ১:২৭ অপরাহ্ণ

timthumbশ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের বিপক্ষে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান। আর বাংলাদেশ মাঠে নামছে নিজেদের অস্তিত্ব রক্ষার ম্যাচে। পেসার মাশরাফি বিন মর্তুজা সাইড স্ট্রেইন নিয়ে সিরিজের বাইরে, অধিনায়ক মুশফিকুর রহিমের কাঁধের চোট এখনও সারেনি- বাংলাদেশ ড্রেসিংরুম থেকে ঘণ্টায় ঘণ্টায় আসা এসব মেডিকেল বুলেটিন শোনার পর আজকের ম্যাচের চ্যালেঞ্জটাই দ্বিগুণ হয়ে গেছে। সেইসঙ্গে স্নায়ুর চাপও বেড়ে গেছে ঘরের ছেলেদের। একে তো এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশিদের, তার ওপর টেস্ট খেলুড়ে দেশ বলে একটা মর্যাদার ব্যাপারও আছে। আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানকে হারিয়ে দেবে বাংলাদেশ- ক্রিকেট বিশ্বের আজকের পূর্বাভাস তো তেমনই। কিন্তু এখানেই যেন একটা অদৃশ্য ভয় কাজ করছে সবার মধ্যে। এতদিন ‘হারানোর কোনো ভয় নেই’ জাতীয় সব ম্যাচ খেলেছেন নাসির হোসেনরা।

Shamol Bangla Ads

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সব দলের বিপক্ষে চাপমুক্ত থেকে ব্যাটিং করেছে। কিন্তু আজ যে তারাই ফেভারিট, ধার ও ভারে প্রতিপক্ষ অনেকটা পিছিয়ে। জিতলে হয়তো শুকনো বাহবা, কিন্তু হারলেই নড়ে যাবে ভিত! এ অবস্থায় সর্বশক্তি দিয়েই নামতে চেয়েছিলেন মুশফিকরা। আপাতত তা আর সম্ভব হচ্ছে না। ম্যাচের ২৪ ঘণ্টা আগেও একাদশ নিয়ে বসতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
ঠিক হয়েছে, ইমরুল কায়েস আর শামসুর রহমান শুভকে দিয়ে ওপেন করানো হবে। মুশফিক না খেললে ওই জায়গাটিতে ব্যাটিংয়ে নামবেন নাঈম ইসলাম। বোলিংয়েও রুবেল আর আল আমিনের থাকাটা নিশ্চিত হয়েছে। কোচ শেন জার্গেনসেনের বিশ্বাস, মুশফিক না থাকলেও বাকিরাই পারবে আফগানিস্তানকে হারিয়ে দিতে। তার মতে, আজকের ম্যাচেই আমাদের দলের গভীরতা পরীক্ষা হয়ে যাবে। যদি মুশফিক এই ম্যাচ খেলতে না পারে তা হলে বাকিরা মিলেই দলের জন্য জয় এনে দিতে পারবে।
মুশফিকের জন্য আজ ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি ফিটনেস পরীক্ষায় মুশফিক উত্তীর্ণ না হতে পারেন তা হলে তার জায়গায় টস করতে নামবেন আবদুর রাজ্জাক। গতকাল টিম মিটিংয়েই এ ঘোষণা দিয়ে দেন মুশফিক। অভিজ্ঞ রাজ্জাকের হাতেই আফগান-বধের কৌশল ধরিয়ে দেন মুশফিক।
আগের দিন পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ দেখার পর বাংলাদেশ টিম হোটেলে ভিডিও বিশ্লেষণ হয়েছে। সেখানে আফগানদের একটি দুর্বল জায়গা চিহ্নিত করতে পেরেছেন কোচ জার্গেনসেন। আর তা হলো, আফগানরা ভালো মানের স্পিন বল খেলতে পারে না। আগের ম্যাচে সাইদ আজমল আর মোহাম্মদ হাফিজের কাছেই আত্মসমর্পণ করেছিল আফগানরা। তাই আজকের একাদশে স্পিনার রাজ্জাকের সঙ্গে আরাফাত সানি আর সোহাগ গাজী থাকছেন। প্রয়োজনে নাঈম ইসলাম, মুমিনুল হক সৌরভ আর নাসির হোসনেকেও কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ব্যাটসম্যানদের সতর্ক থাকতে বলা হয়েছে আফগান পেসার শাপুর জারদান আর দৌলত জারদান থেকে। শুরুতে লাইন-লেন্থ ঠিক রেখে এ দুই পেসার রান আটকে দেওয়ার দারুণ ক্ষমতা অর্জন করেছেন। যদিও আফগান পেসারদের নিয়ে খুব বেশি মাথা ঘামাতে দেখা যায়নি বাংলাদেশি ব্যাটসম্যানদের।
বাংলাদেশের লক্ষ্য এই ম্যাচ জিতেই হারের বৃত্ত ভেঙে ফেলা। দেড় বছর টানা সাফল্যের পর গত সাতটি ওয়ানডে বাংলাদেশ হেরেছে। আত্মবিশ্বাসও টলে গেছে, এ অবস্থায় আফগানিস্তানই জয়ের মই হতে পারে ঘরের ছেলেদের কাছে। এশিয়া কাপের শুরুর দিনই সংবাদ সম্মেলনে মুশফিক বলেছিলেন সে কথা। জানিয়ে দিয়েছিলেন একটি জয় পেলেই ফের আগের চেহারায় ফিরে আসবে দল। তবে মুশফিক এটা বলেও সাবধান করে দিয়েছিলেন যে, ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট না করলে আফগানিস্তানকে হারানোও কঠিন হয়ে যাবে। তাই আফগান নিয়ে অতি উৎসাহ নয়, আপাতত একটা চাপা আতঙ্কই কাজ করছে দলের অভ্যন্তরে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!