নজরুল ইসলাম সাতক্ষীরা : সাতক্ষীরা শ্যামনগরে হাফিজুর রহমান (১৪) নামের এক কিশোরকে ১৭টি ককটেলসহ আটক করেছে পুলিশ। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর মোল্লাপাড়া গ্রামের আবু মুসার ছেলে। বৃহস্পতিবার বিকেল তিনটায় তার বাড়ি সামনে থেকে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রিজাউল করিম জানান, আটককৃত কিশোর তার বাড়ির সামনে একটি কাপড়ের ব্যাগ নিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এসময় পুলিশ তার ব্যাগ তল্লাশী করে একটি বড় ও ১৬ টি ছোট তাজা বোমা উদ্ধার করে। আটকের পর তাকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিঞা ঘটনা নিশ্চিত করেছেন।