লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ না করায় বৃহস্পতিবার গভীর রাতে লালমনিরহাট সদর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন করে। কিন্তু আওয়ামী লীগের একাংশ এর বিরোধিতা করে। ফলে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হয়। এর জন্য তারা জেলা নেতাদেরকে দায়ী করে।
এ ঘটনার জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বৃহস্পতিবার গভীর রাতে দলীয় কার্যালয়ে প্রবেশ করে সভাপতি ও সম্পাদকের চেয়ার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলা নেতাদের বিপক্ষে স্লোগান দেয়।