মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় গ্রামীন ফোনের থ্রিজি ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুসুমবাগ এলাকায় গ্রামীন ফোনের কাস্টমার কেয়ার অফিসে কেক কাটা শেষে ভিডিও কলের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার ছিল এই দেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ার। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট সুবিধা এখন মানুষের অনেক কাছাকাছি চলে এসেছে। তবে এই সুবিধা শুধু শহরভিত্তিক না রেখে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: কামরুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, গ্রামীন ফোনের রেজিওনাল হেড এম শাওন আজাদ, গ্রামীন ফোনের পরিবেশক ইউসুফ আলী, গ্রামীন ফোনের কর্মকর্তাসহ শহরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি।