অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা মহল্লার এক বাকপ্রতিবন্ধী শিশু (১১) কে ধর্ষণ করেছে এক বখাটে যুবক। ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষিতার বাবা-মা’র কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে ধর্ষক ও তার সহযোগীরা। ঘটনার পাঁচদিন পর পালিয়ে থানায় এসে বৃহস্পতিবার মামলা দায়েরের পর পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ওই মহল্লার গুচ্ছগ্রামের বাসিন্দার বাকপ্রতিবন্ধী শিশুটিকে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় পার্শ্ববর্তী আলম হাওলাদারের ছেলে বেলাল হাওলাদারের নেতৃত্বে তিন বখাটে মিলে স্থানীয় সোবহান তালুকদারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় তার সহযোগী রাসেল সরদার ও বেলাল হোসেন ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। পরদিন বখাটেরা ধর্ষণের ভিডিও চিত্র ধর্ষিতার বাবা-মাকে দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে ইন্টারনেটের মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষিতার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার ধর্ষিতাকে নিয়ে তার মা পালিয়ে থানায় এসে শিশুটির মা বাদী হয়ে ধর্ষক ও তার দু’সহযোগীসহ ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি মো. আবুল কালাম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক বেলাল হাওলাদারকে ধর্ষণের ভিডিও চিত্রসহ গ্রেফতার করেছে।