মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীর চেয়ে ২ হাজার ৪৫৭ ভোট বেশি পেয়ে ১৯ দলীয় জোটের প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের মনোনীত ২ প্রার্থীও জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে সরকারি ফলাফলে ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম (কাপ-পিরিচ) ২৯ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস (আনারস) ২৬ হাজার ৫৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থী দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির জারজিস হোসেন (টিউব ওয়েল) ৩০ হাজার ৭৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (বৈদ্যুতিক বাল্ব) ২২ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি’র বিদ্রোহী প্রার্থী উপজেলা তৃণমুল দলের সভাপতি রমজান আলী (তালা) ২ হাজার ১১১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াতের গুলনাহার বেগম (কলস) ৩০ হাজার ২৪৩ ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছকিদা খাতুন (হাঁস) ২৫ হাজার ৬০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়ী
মেহেরপুুরের গাংনী উপজেলার নির্বাচনে ১৯ দলীয় জোটের চেয়ানম্যান প্রার্থী মোরাদ আলী (আনারস) নির্বাচিত হয়েছেন। একই সাথে ১৯ দলীয় জোট মনোনীত অপর দু’প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত চেয়ানম্যান প্রার্থী মোরাদ আলী (আনারস) ৭৬ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান মুকুল (দোয়াত-কলম) ৫৮ হাজার ৬৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান সংগ্রাম (টিউব-ওয়েল) ৭৪ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসান উল্লাহ মোহন (চশমা) ৫৯ হাজার ৯৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের প্রার্থী লাইলা আরজুমান বানু (ফুটবল) ৭২ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা মমতাজ কাকলি (হাঁস) ৫৭ হাজার ৩৯৩ ভোট পেয়েছেন। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নূরুন্নাহার (কলস) ৫হাজার ৬২০ ভোট পেয়েছেন।
মেহেরপুর গাংনীর সিঁদুরকোটা কেন্দ্রে জাল ভোট দেবার অভিযোগে দুজনের ১৫ দিনের কারাদন্ড
মেহেরপুর গাংনী উপজেলার সিঁদুরকোটা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাল ভোট দেবার অভিযোগে দ’ুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহীনা শবনম। অভিযুক্তরা হলো কামারখালি গ্রামের আকছেদ আলীর ছেলে কাউছার আলী (২৬), সিঁদুরকোঠা গ্রামের আমিরুল ইসলামের ছেলে বরকত আলীকে ব্যালট পেপার সহ হাতেনাতে আটক করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের ওই কারাদন্ড প্রদান করা হয়েছে।