চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিবের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসার সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান। সভায় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মনজুরে মাওলা, প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, মাধ্যমিক শিক্ষা অফিসার শিরীন মাহবুব সহ সরকারী কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। মতবিনিময় সভায় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিক নির্দেশনা তুলে ধরেন।