ভোলা প্রতিনিধি : উপজেলা নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভোলার উপজেলা তজুমদ্দিনে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষে অন্তত ২০/২২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯.৩০টায় তজুমদ্দিনে এ সংঘর্ষে ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ১৫/২০টি টিয়ার শেল নিক্ষেপ করে। স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর পর তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদ প্রার্থী ওহিদ উল্ল্যাহ জসিম অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের অপর সমর্থিত প্রার্থী ও চাঁদপুর ইউপি সদস্য ফকরুল আলম জাহাঙ্গীর ও অবস্থান করছিলেন । এসময় ওহিদ উল্ল্যাহ জসিমরে কর্মঅরা নির্বাচণী সেøাগান দেন। একই সময় প্রতিপক্ষ গ্রæপের লোকজনও সেøাগান দেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রাত ৯.৩০টায় উভয়পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের উভয়পক্ষের ২০/২২ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। যে কোন মুহুর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী । ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।