ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিম পদ শূন্য থাকায় নির্ধারীত অষ্টম তারিখেও র্যাবের গুলিতে পঙ্গু লিমনের মাহেনায়ারা বেগমের দায়ের করা রিভিশন মামলার শুনানি হয়নি। বৃহষ্পতিবার এ মামলার নির্ধারিত তারিখে ভারপ্রাপ্তজেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার আগামী ২৪ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য্য করেন।
উলেখ্য ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের কথিত বন্ধুক যুদ্ধে রাজাপুরের কলেজ ছাত্র লিমন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমানসহ ৬ র্যাব সদস্যের বিরুদ্ধে লিমনের মা হেনায়ারা বেগম বাদি হয়ে রাজাপুর থানায় মিলনকে হত্যা প্রচেষ্ঠার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দিলে বাদি আদালতে এর বিরুদ্ধে নারাজি আবেদন করে। এ আবেদনটিও আদালত খারিজ করে দেয়। পরবর্তীতে হেনোয়ারা বেগম নারাজি আবেদন খারিজ এর বিরুদ্ধে এই রিভিশন মামলা দায়ের করেন।