বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও) প্রতিনিধি : বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সর্মথীত প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যানে বিএনপি সর্মথীত প্রার্থীর বিজয় হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে ৫০ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন- আওয়ামীলীগ সর্মথীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির সর্মথীত প্রাথী আবু হায়াত নুরুন্নবী (মোটরসাইকেল) ভোট পেয়েছেন ৪১ হাজার ৯৮২। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আব্দুস সামাদ পান্না (তালা) ভোট পেয়েছেন ৪৫ হাজার ৮১০ ও তার নিকটতম প্রতীদ্ব›দ্বী জামায়াত সমর্থীত মুশফেকুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৪১ হাজার ৭৬১ ভোট। অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত প্রার্থী নাজিয়া এমদাদ (প্রজাপতি) পেয়েছেন ৪৫ হাজার ৬৯৪ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্ব›দ্বী আওয়ামীল সমর্থীত সীমা আকতার (সেলাই মেশিন) ৩১ হাজার ৪৫২ ভোট পেয়েছেন।