বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্টের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১২ টার সময় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রামপট্রি গ্রামে অংশগ্রহন মূলক জাত নির্বাচনের মাধ্যমে কৃষক পর্যায়ে গ্রীস্ম কালিন লাউ এর উন্নত জাত প্রযুক্তি সম্পন্ন প্রদর্শনীর ইউএসএআইডি’র হর্টিকালচার প্রজেক্ট পরিদর্শন করেন। এ সময় তিনি ঔই এলাকার কৃষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় ড্যান মজিনা এলাকার কৃষকদের সার্বিক সফলতার প্রশংসা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ড্যান মজিনার সফর সঙ্গী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মিশন পরিচালক ইয়ামিনা জারুন জেলস্কি সহ সংস্থার উধ্বতন কর্মকর্তারা।