এম লুৎফর রহমান, নরসিংদী : ঐক্য ন্যাপ সভাপতি প্রবীন রাজনৈতিক নেতা পংকজ ভট্টাচার্য বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। যে কোন মূল্যে তা রুখতে স্বাধীনতা পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শুক্রবার নরসিংদী পৌর মিলনায়তনে ঐক্য ন্যাপ আয়োজিত আঞ্চলিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
নরসিংদী জেলা ঐক্য ন্যাপ সভাপতি মোঃ আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা এড. এস এম এ সবুর, নাসিরুল ইসলাম চৌধুরী, অলিজা হাসান, নাসিরুল ইসলাম চৌধুরী, শ্রমিক নেতা হারুন অর রশিদ ভূইয়া, নাসির উদ্দিন বাদল, নরসিংদী জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, আব্দুস সাত্তার সরকার. এড. আওলাদ হোসেন প্রমুখ। উক্ত কর্মী সম্মেলনে নরসিংদী, নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া ও মুন্সিগঞ্জ জেলার প্রায় ৫শত প্রতিনিধি অংশ গ্রহণ করে। সভায় প্রধান অতিথির ভাষণে পংকজ ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কোনদিন সফল হতে দেয়া হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে দেয়া হবে। তিনি সন্ত্রাস, দুর্নীতি, স¤প্রদায়িকতা ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে সকলকে ঝাপিয়ে পরার আহবান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ৭২’র সংবিধান প্রবর্তনের দাবী জানান। সা¤প্রদায়ীক রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দ্রæত সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।