অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশালের বানারীপাড়া উপজেলার গাভা গ্রামের আধাকিলোমিটার এলাকা জুড়ে ১২টি শ্যালো টিউবওয়েল, পুকুর ও জমির মধ্য থেকে গত দু’দিন থেকে নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর এ গ্যাস দিয়ে রান্নার কাজ শুরু করে দিয়েছেন ওই গ্রামের উৎসুক বাসিন্দারা। এনিয়ে গ্রামবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, ওই গ্রামের ১২টি বাড়ির শ্যালো টিউবওয়েল, পুকুর ও জমির মধ্য থেকে বৃহস্পতিবার দুপুর থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এখবর পেয়ে তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ. জেড মোরশেদ আলীসহ সরেজমিন পরির্দশন করে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ. জেড মোরশেদ আলী জানান, বিষয়টি স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের মাধ্যমে তারা এনার্জি রেগুলেটরী কমিশনকে অবহিত করেছেন। এনার্জি রেগুলেটরী কমিশনের পক্ষ থেকে শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানানো হয়েছে। ওই গ্রামের নুর আলম খান, শহিদুল গাজীসহ একাধিক ব্যক্তিরা জানান, গত দু’দিন যাবৎ তাদেরসহ পার্শ¦বর্তী বাড়ির ১২টি শ্যালো টিউবওয়েল, পুকুর ও জমির মধ্য থেকে গ্যাস উঠতে শুরু করে। কৌতুহলবশত: তারা এ গ্যাস দিয়ে রান্নার কাজ শুরু করেন।
এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস জানান, দেশের সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ টীম এনে এবং তাদের দিয়ে অনুসন্ধান করে নিশ্চিত হবার পর গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাকৃতিক গ্যাস পাওয়ার খবর মুহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পরলে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উৎসুক জনতা গ্যাসের ব্যবহার দেখার জন্য ভিড় করছেন।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের উপর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৪ উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে চারটি গ্রæপে দুই শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোতায় অংশ নেয়। শুক্রবার সকাল ১০টায় লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী নুরুল মতিন মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, ফাউন্ডেশনের সহ-সম্পাদক কাজী আজিজুল হক (ঠান্ডু কাজী), গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খাদিজা আক্তার, বেসরকারী সংস্থা জিডিএস-এর নির্বাহী পরিচালক সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল ওহাব, আ. মতিন, শিল্পী মন্ডল, শিক্ষক সমিতির দক জাহিদ হাওলাদার, শিক্ষক শিহাব উদ্দিন খোকন, বাদল চক্রবর্তী, শিক্ষার্থী ফারহানা জাহান সারা প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গৌরনদীর টরকী বন্দর সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামীম-উল-আলমকে বৃহস্পতিবার রাতে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রাত ৮টায় ব্যাংক কার্যালয়ে নবাগত ব্যবস্থাপক এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ও বিদায়ী ব্যবস্থাপক শামীম-উল-নিজাম, টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ক্ষিতীশ চন্দ্র রায়, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুব শরীফ, আলমগীর হোসেন মুন্সী, আইডবিøউএফের পরিচালক তরিকুল ইসলাম দিপু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার, টরকী বন্দর পরিবেশক সমিতির সাধারন সম্পাদক কাজী আল আমীন, নুরুল আমীন মন্টু, ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো কোম্পানীর স্থানীয় অফিসার গোলাম মোস্তফা, ব্যাংকের সিনিয়র অফিসার এম শাহরিয়ার সলেমান, অফিসার গোলাম মাওলা, মো. আলাউদ্দিন, লোন অফিসার মনিরুজ্জামান মনির, সন্তোষ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ব্যবস্থাপক শামীম-উল-নিজামকে ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।