পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন। বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউনিয়নে ৭০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে ৫৩,১৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম সুজন। তার নিকটতম প্রতিদ্বন্দী (দোয়াত-কলম) প্রতীক নিয়ে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ সাইদুর রহমান তালুকদার ১৬,৮৭১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনিত প্রার্থী মাসুম মোস্তফা ৩৬,৩৯৭ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোসাঃ হোসনে আরা বেগম লুৎফা (পদ্মফুল) প্রতীক নিয়ে ৫০,৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।