পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে নওগাঁর পত্নীতলায় বি.এন.পি সমর্থিত প্রার্থী আঃ হামিদ (ঘোড়া প্রতীকে) ৬১ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আব্দুল গাফফার (কাপ-পিরিচ প্রতীকে) পেয়েছেন ৫৩ হাজার ৪৯৫ ভোট। ব্যবধান ৭ হাজার ৮৫১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান (তালা প্রতীকে) ৭০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজাদ রহমান (উড়োজাহাজ প্রতীকে) পেয়েছেন ৫২ হাজার ৭৬৭ ভোট। ব্যবধান ১৭ হাজার ৩২৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বি.এন.পি সমর্থিত প্রার্থী মরিয়ম বেগম শেফা (হাঁস প্রতীকে) ৬৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেসমিন আক্তার (কলস প্রতীকে) পেয়েছেন ৫১ হাজার ৪০৬ ভোট। ব্যবধান ১৬ হাজার ৮৬০ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৫৫ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ৮০ হাজার ৯১৩ জন ও মহিলা ৮০ হাজার ৪১৪ জন বলে নির্বাচন কমিশন অফিস সূত্রে জানাগেছে।